শনিবার   ২০ এপ্রিল ২০২৪ || ৬ বৈশাখ ১৪৩১ || ০৮ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন যারা

এন্টারটেইনমেন্ট ডেস্ক

১৮:১০, ২৩ মার্চ ২০২২

৫২৮

জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন যারা

চলচ্চিত্র শিল্পে বিশেষ অবদানের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২০ প্রদান করা হয়েছে।

বুধবার (২৩ মার্চ) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পক্ষে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

গণভবন থেকে সরাসরি ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে ২০২০ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২০-এ মোট ২৭টি বিভাগে ৩০টি পুরস্কার দেওয়া হয়েছে। এতে আজীবন সম্মননা প্রদান করা হয়েছে কিংবদন্তি অভিনেত্রী আনোয়ারা এবং কিংবদন্তি অভিনেতা রাইসুল ইসলাম আসাদকে। তবে রাইসুল ইসলাম আসাদ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সশরীরে উপস্থিত থাকলেও শারীরিক অসুস্থতার কারণে আসতে পারেননি খ্যাতিমান অভিনেত্রী আনোয়ারা। তার পক্ষে সম্মাননা নিয়েছেন এই অভিনেত্রীর মেয়ে অভিনেত্রী মুক্তি।

যৌথভাবে শ্রেষ্ঠ চলচ্চিত্র পুরস্কার পেয়েছে চয়নিকা চৌধুরী পরিচালিত ‘বিশ্বসুন্দরী’ ও গাজী রাকায়েত পরিচালিত ‘গোর’।

এরমধ্যে ‘বিশ্বসুন্দরী’ সিনেমায় অভিনয় করে চিত্রনায়ক সিয়াম শ্রেষ্ঠ অভিনেতা ও ‘গোর’ সিনেমায় অভিনয় করে দীপান্বিতা মার্টিন হয়েছেন শ্রেষ্ঠ অভিনেত্রী। সর্বোচ্চ ১১টি পুরস্কার পেয়েছে সরকারি অনুদানের সিনেমা ‘গোর’। আর একই সিনেমার জন্য ব্যক্তি হিসেবে সর্বোচ্চ ৪টি পুরস্কার পেলেন গাজী রাকায়েত।

এছাড়াও আর যারা পেলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২০

শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক-গাজী রাকায়েত হোসেন (গোর)

শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা-এম ফজলুর রহমান বাবু (বিশ্বসুন্দরী)

শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী-অপর্ণা ঘোষ (গণ্ডি)

শ্রেষ্ঠ খল-অভিনেতা-মো. সাহিদ হাসান মিশা সওদাগর (বীর)

শ্রেষ্ঠ শিশু শিল্পী-মুগ্ধতা মোরশেদ ঋদ্ধি (গণ্ডি)

শ্রেষ্ঠ শিশু শিল্পী শাখায় বিশেষ পুরস্কার- মো. শাহাদৎ হাসান বাঁধন (আড়ং)

শ্রেষ্ঠ সংগীত পরিচালক-বেলাল খান (বিশ্বাস যদি যায়রে...হৃদয় জুড়ে)

শ্রেষ্ঠ গায়ক-মো. মাহমুদুল হক ইমরান (তুই কি আমার হবিরে...বিশ্বসুন্দরী)

শ্রেষ্ঠ গায়িকা-দিলশাদ নাহার কণা (তুই কি আমার হবিরে...বিশ্বসুন্দরী) এবং সোমনূর মনির কোনাল (ভালোবাসার মানুষ তুমি... বীর)
শ্রেষ্ঠ গীতিকার-কবির বকুল (তুই কি আমার হবিরে...বিশ্বসুন্দরী)

শ্রেষ্ঠ সুরকার-মো. মাহমুদুল হক ইমরান (তুই কি আমার হবিরে...বিশ্বসুন্দরী)

শ্রেষ্ঠ নৃত্য পরিচালক-প্রয়াত মো. সহিদুর রহামান (তুই কি আমার হবিরে...বিশ্বসুন্দরী)
শ্রেষ্ঠ কাহিনিকার-গাজী রাকায়েত হোসেন (গোর)

শ্রেষ্ঠ চিত্রনাট্যকার-গাজী রাকায়েত হোসেন (গোর)

শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা-ফাখরুল আরেফীন খান (গণ্ডি)

শ্রেষ্ঠ সম্পাদক-মো. শরিফুল ইসলাম (গোর)

শ্রেষ্ঠ শিল্প নির্দেশক-উত্তম কুমার গুহ (গোর)

শ্রেষ্ঠ চিত্রগ্রাহক-পংকজ পালিত ও মো. মাহবুব উল্লাহ নিয়াজ (গোর)

শ্রেষ্ঠ শব্দগ্রাহক- কাজী সেলিম আহম্মেদ (গোর)

শ্রেষ্ঠ পোশাক ও সাজ-সজ্জা- এনামতারা বেগম (গোর)

শ্রেষ্ঠ মেকআপম্যান-মোহাম্মদ আলী বাবুল
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank