বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ || ১২ বৈশাখ ১৪৩১ || ১৪ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ব্রেনস্ট্রোকে শয্যাশায়ী অভিনেত্রী আনোয়ারা

এন্টারটেইনমেন্ট ডেস্ক

২২:৩৪, ২২ মার্চ ২০২২

আপডেট: ২২:৫৫, ২২ মার্চ ২০২২

৫৬৩

ব্রেনস্ট্রোকে শয্যাশায়ী অভিনেত্রী আনোয়ারা

বাংলাদেশের কিংবদন্তি অভিনেত্রী আনোয়ারা গুরুতর অসুস্থ। মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে শয্যাশায়ী হয়ে পড়েছেন তিনি। এই তথ্য সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন আনোয়ারার মেয়ে মুক্তি।

মুক্তি জানান, কয়েকদিন আগে আনোয়ারার ব্রেন স্ট্রোক হয়। তখন থেকেই এ সমস্যা দেখা দেয়।

মুক্তি বলেন, "মা আমাকেও চিনতে পারছিলেন না। তবে আল্লাহর রহমতে এখন একটু ভালো। এখন বাসায়ই চিকিৎসা চলছে। ডাক্তার বলেছেন, ধীরে ধীরে স্মৃতিশক্তি ও দৃষ্টিশক্তির সমস্যা ঠিক হয়ে যাবে।"

গত ১১ মার্চ রাতে হঠাৎ মস্তিষ্কে রক্তক্ষরণ হলে ঢাকার রামপুরার বনশ্রীর একটি হাসপাতালে ভর্তি করা হয় আনোয়ারাকে। ১০ দিন হাসপাতালে চিকিৎসার পর তাকে বাসায় নেওয়া হয়।

এদিকে চলচ্চিত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ আনোয়ারাকে আজীবন সম্মাননা দিচ্ছে রাষ্ট্র। আগামীকাল বুধবার ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে হল অব ফেম মিলনায়তনে বসছে ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২০’–এর আসর। সেখান থেকে এই পুরস্কার নেওয়ার কথা ছিল তার। 

শারীরিক অসুস্থতার কারণে সশরীরে পুরস্কারটি নিতে পারছেন না তিনি, জানান তার মেয়ে মুক্তি।
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank