মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ || ১০ বৈশাখ ১৪৩১ || ১২ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

প্রাথমিকের ছুটি বাড়লো ২২ মে পর্যন্ত

স্টাফ করেসপন্ডেন্ট

১৭:২৬, ২৮ মার্চ ২০২১

আপডেট: ১৭:২৭, ২৮ মার্চ ২০২১

৫১৮

প্রাথমিকের ছুটি বাড়লো ২২ মে পর্যন্ত

সরকারি ও বেসরকারি পর্যায়ের প্রাথমিক স্কুলগুলো ছুটি বাড়িয়ে ২২ মে পযন্ত করা হয়েছে। রবিবার (২৮ মার্চ) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। 

মন্ত্রণলায়ের জনসংযোগ কর্মকর্তা রবীন্দ্রনাথ রা সাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনা ভাইরাসের সংক্রমণ থেকে শিক্ষার্থীদের সুরক্ষার জন্য  সব ধরনের সরকারি, বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেনের ছুটি বাড়ানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এসময় শিক্ষার্থীরা নিজ নিজ বাড়িতে অবস্থান করে অনলাইন শিক্ষা কার্যক্রমে অংশ নিবেন এবং অভিভাবকদের মাধ্যমে শিক্ষার্থীরা পড়াশুনা করছে কিনা সে খোঁজ রাখবেন শিক্ষকরা। 

এর আগে বৃহস্পতিবার (২৫ মার্চ) শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি ভোকেশনালসহ সব শিক্ষা প্রতিষ্ঠান খুলবে আগামী ২৩ মে। 
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত