বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ || ১২ বৈশাখ ১৪৩১ || ১৪ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

স্কুল-কলেজ খুলছে না, বাড়ছে ছুটির মেয়াদ

স্টাফ করেসপন্ডেন্ট

১৭:৫৭, ২৪ মার্চ ২০২১

আপডেট: ২১:৩৬, ২৪ মার্চ ২০২১

৬৭৪

স্কুল-কলেজ খুলছে না, বাড়ছে ছুটির মেয়াদ

স্কুল-কলেজ খুলছে না, ছুটির মেয়াদ বাড়ছে
স্কুল-কলেজ খুলছে না, ছুটির মেয়াদ বাড়ছে

পবিত্র শবে বরাতের ছুটি ২৯ মার্চের পরিবর্তে ৩০ মার্চ। তাই, পূর্বঘোষণা অনুযায়ী আগামী ৩০ মার্চ শিক্ষা প্রতিষ্ঠান খুলছে না। তবে, কবে নাগাদ শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে সে সিদ্ধান্ত এখনও আসেনি। 

বুধবার (২৪ মার্চ) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের গণমাধ্যমকে বলেছেন, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৩০ মার্চ শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার সিদ্ধান্ত নেওয়ার সময় শবে বরাতের ছুটি ২৯ মার্চ ছিল। কিন্তু পরে ইসলামি ফাউন্ডেশন ঘোষণা দেয় ৩০ মার্চ শবে বরাতের ছুটি। সে প্রেক্ষিতে ৩০ মার্চ ছুটি থাকবে।

এক্ষেত্রে স্কুল-কলেজ কবে খুলতে পারে সে বিষয়ে তিনি বলেছেন, এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। তবে ৩০ মার্চের আগেই সিদ্ধান্ত আসবে। 

গত ১৩ মার্চ শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছিলেন, করোনা সংক্রমণ বাড়তে থাকলে ৩০ মার্চ শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়টি পূণর্বিবেচনা করা হতে পারে। 

এর দুদিন বাদে ১৫ মার্চ  স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকও জানান, এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে শিক্ষা মন্ত্রণালয় আলোচনা করে সিদ্ধান্ত নেবে। স্কুল-কলেজ খুললে করোনা সংক্রমণ বাড়বে এমন শঙ্কা প্রকাশ করে স্বাস্থ্যমন্ত্রী বলেছিলেন, ছুটি পুনর্বিবেচনা করা হতে পারে।

গত বছরের ৮ মার্চ দেশে করোনা শনাক্তের খবর জানানোর পর ১৭ মার্চ থেকে বন্ধ ঘোষণা করা হয় শিক্ষাপ্রতিষ্ঠান। গত ২৭ ফেব্রুয়ারি মন্ত্রিসভার বৈঠক শেষে শিক্ষামন্ত্রী জানান, স্কুল-কলেজ ৩০ মার্চ খুলে দেয়া হবে। তবে সংক্রমণ বেড়ে গেলে বিকল্প চিন্তা করার কথা বলেছিলেন তিনি। এদিকে গত ১৪ মার্চ আবারও মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়, আগের ঘোষণা অনুযায়ী ৩০ মার্চেই স্কুল ও কলেজ খুলছে।


 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত