বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ || ১১ বৈশাখ ১৪৩১ || ১৩ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

রাবিতে প্রক্সি পরীক্ষা দিতে গিয়ে আটক ২

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট, রাবি

১৪:৩৯, ২৬ জুলাই ২০২২

৩৩৭

রাবিতে প্রক্সি পরীক্ষা দিতে গিয়ে আটক ২

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২১-২২ সেশনে এ ইউনিটের ভর্তি পরীক্ষায় অন্যজনের প্রক্সি পরীক্ষা দেওয়ার অভিযোগে ২ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে ভিন্ন দুটি পরীক্ষা কেন্দ্র থেকে তাদের আটক করা হয়।

এ ইউনিটে প্রথম শিফটের ভর্তি পরীক্ষা চলাকালে ড. এম এ ওয়াজেদ মিয়া একাডেমিক ভবনে থেকে মূল পরীক্ষার্থী লিমনের পরিবর্তে একজন এবং দ্বিতীয় শিফটে সত্যেন্দ্রনাথ বসু একাডেমিক ভবন থেকে মূল পরীক্ষার্থী তানভীর আহম্মেদে, পিতা-মো. কাবিরুল ইসলামের পরিবর্তে কেন্দ্রে পরীক্ষা দেওয়ার অভিযোগে অন্য আরেকজনকে আটক করা হয়েছে।

জানতে চাইলে প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, ‘ভর্তি পরীক্ষা চলাকালে নিয়ম বহির্ভুতভাবে প্রক্সি পরীক্ষা দেওয়ার সময় ২ জনকে আটক করা হয়েছে। প্রক্টর অফিসে তাদের জিজ্ঞেসাবাদ চলছে।’

উল্লেখ্য, ২০২১-২২ সেশনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা চলমান। বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় দিনের মতো এ ইউনিটের ভর্তি পরীক্ষা চলছে।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত