শনিবার   ২০ এপ্রিল ২০২৪ || ৭ বৈশাখ ১৪৩১ || ০৯ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

বেসরকারি শিক্ষক নিয়োগে বয়সের জটিলতা কাটলো

স্টাফ করেসপন্ডেন্ট

১৭:৫৭, ১৭ এপ্রিল ২০২২

৪৩৬

বেসরকারি শিক্ষক নিয়োগে বয়সের জটিলতা কাটলো

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের ৩৫ বছরের বেশি বয়সীদের যোগদানে এবং ইনডেক্সধারীদের এমপিও সংক্রান্ত জটিলতার নিরসন হয়েছে।

রোববার (১৭ এপ্রিল) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে এনটিআরসিএ'র বৈঠকে এসব ক্ষেত্রে সব বাধা কেটেছে।

শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বৈঠক শেষে জানানো হয়, এনটিআরসিএ সুপারিশপ্রাপ্ত ৩৫ বছরের বেশি বয়সী শিক্ষকদের যোগদানে কোনও বাধা দেওয়া যাবে না। তবে যারা যোগদান করেননি সে ক্ষেত্রে অপেক্ষমাণ তালিকা থেকে এনে যোগদান করাতে হবে।

এছাড়া ইনডেক্সধারী শিক্ষকরা বিভাগে পরিবর্তন করলে এমপিও বহাল থাকবে। তাদের নতুন করে এমপিও নিতে হবে না। এমপিও নীতিমালায় সব বিভাগে সমন্বয় করতে হবে।

প্রসঙ্গত, নিবন্ধনধারী ৩৫ বছর বয়সের বেশি শিক্ষকদের যোগদানে বাধা দিয়েছে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান। এছাড়া অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে হয়রানি করা হয়েছে। এছাড়া ইনডেক্সধারী স্কুলশিক্ষক মাদরাসায় গেলে নতুন করে এমপিও নিতে হতো। কিন্তু নতুন সিদ্ধান্তের কারণে বিভাগ পরিবর্তন করলে শিক্ষকদের ফের এমপিওভুক্ত হতে হবে না।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত