বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ || ৫ বৈশাখ ১৪৩১ || ০৭ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভিত্তিহীন অভিযোগে শিক্ষকের শাস্তি, প্রতিবাদ মিডিয়া এডুকেটরস নেটওয়ার্কের

নিউজ ডেস্ক

১৫:৪০, ২ জুলাই ২০২১

আপডেট: ১৬:১৭, ২ জুলাই ২০২১

৯০৮

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভিত্তিহীন অভিযোগে শিক্ষকের শাস্তি, প্রতিবাদ মিডিয়া এডুকেটরস নেটওয়ার্কের

গণমাধ্যমে তথ্য দেওয়ার ভিত্তিহীন অভিযোগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক মাহবুবুল হক ভূঁইয়ার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদ করেছে মিডিয়া এডুকেটরস নেটওয়ার্ক। দেশের সকল বিশ্ববিদ্যালয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতার শিক্ষকতায় নিয়োজিতদের এই নেটওয়ার্ক থেকে এ সংক্রান্ত একটি বিবৃতি সংবাদ মাধ্যমে পাঠানো হয়েছে। দেশের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগসমূহের মোট ৭৮ জন শিক্ষক এতে সই করেছেন। 

বিবৃতিতে বলা হয়েছে-

আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করেছি যে, সম্প্রতি কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসন গণমাধ্যমে তথ্য দেওয়ার ভিত্তিহীন অভিযোগ এনে বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক মাহবুবুল হক ভূঁইয়ার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। একই সাথে ন্যুনতম যৌক্তিক কারণ ছাড়া একই বিভাগের শিক্ষক কাজী আনিছের পদোন্নতি বাতিল করেছে। এ ধরনের অযৌক্তিক ঘটনায় আমরা, দেশেরযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষকদের প্ল্যাটফর্ম, মিডিয়া এডুকেটরস নেটওয়ার্ক ক্ষুব্ধ, বিস্মিত ও মর্মাহত।

গণমাধ্যমের সংবাদ সূত্রে আমরা জানতে পারি, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০২০ শিক্ষাবষের্র ভর্তি পরীক্ষায় একজন শিক্ষার্থী অংশগ্রহণ না করেও ১২তম স্থান অধিকার করে। উক্ত ঘটনায় গঠিত প্রথম তদন্ত কমিটি পরীক্ষা কমিটির দায়িত্বে অবহেলার প্রমাণ পায় এবং সে অনুযায়ী ব্যবস্থা নিতে বলে। কিন্তু বিশ^বিদ্যালয় প্রশাসন উক্ত তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী যথাযথ পদক্ষেপ গ্রহণ না করে নির্বিকার ভূমিকা পালন করে। পরবর্তীতে এ ঘটনায় গণমাধ্যমে প্রকাশিত সংবাদের সূত্র বা তথ্যদাতাকে চিহ্নিত করার জন্য ‘উচ্চতর তদন্ত কমিটি’ নামে আরেকটি তদন্ত কমিটি গঠন করে। এ কমিটি শুধু গণমাধ্যমে তথ্য সরবরাহকারীকে অভিযুক্ত করে রিপোর্ট প্রদান করে।
দায়িত্বে অবেহলাকারীদের আড়াল করে, তথ্য সরবরাহকারীকে অভিযুক্ত করার এমন অপপ্রয়াস সচেতন মহলে প্রশ্নবিদ্ধ হয়েছে। আমরা স্মরণ করিয়ে দিতে চাই, গণমাধ্যমে তথ্য সরবরাহ করা কোন অপরাধ নয়। বরং গণমাধ্যমে কে তথ্য দিয়েছে তা জানতে চাওয়া অনৈতিক। আমরা মনে করি, বিশ্ববিদ্যালয় প্রশাসন তথ্যের সোর্স শনাক্ত করতে যে ‘উচ্চতর তদন্ত কমিটি’ গঠন করেছে, তা নৈতিকতা বিবর্জিত ও স্বাধীন গণমাধ্যমের পরিপন্থী।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রতি উদ্দেশ্যমূলক বৈরী আচরণ শুরু করেছে। আমরা অবাক হয়ে লক্ষ্য করেছি, অভিজ্ঞতার সনদে সামান্য ত্রুটির অজুহাতে একই বিভাগের শিক্ষক কাজী আনিসের পদোন্নতি বাতিল করেছে। এর পূর্বে ২০১৯ সালের একটি ঘটনায়, এই বিভাগের দুই শিক্ষার্থী, যারা সংবাদমাধ্যমের বিশ্ববিদ্যালয় প্রতিবেদক হিসেবে সংবাদ সংগ্রহের প্রয়োজনে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কক্ষে গিয়ে হয়রানির শিকার হয়েছিলেন। ক্ষোভ প্রকাশের এক পর্যায়ে রেজিস্ট্রার তার কক্ষ থেকে ঐ শিক্ষার্থীদের বের করে দিয়েছিলেন। ক্ষুব্ধ হয়ে তিনি বলেছিলেন, ‘সাংবাদিকতা বিভাগ খুলে পাপ করেছি’। এ ধরনের অবমাননাকর বক্তব্য আমাদের বিব্রত করেছে। আমরা এ বক্তব্যের নিন্দা জানাই। একইসাথে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের দুই শিক্ষকের বিরুদ্ধে যে অযৌক্তিক শাস্তিমূলক ব্যবস্থার সিদ্ধান্ত হয়েছে, অনতিবিলম্বে তা প্রত্যাহারে দাবি জানাই। 

বিবৃতিতে স্বাক্ষরপ্রদানকারী শিক্ষকবৃন্দ (জ্যেষ্ঠতার ক্রমানুসারে নয়)

ড. মো. গোলাম রহমান
অধ্যাপক
সাংবাদিকতা ও যোগাযোগ বিভাগ
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়
প্রাক্তন অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়

রোবায়েত ফেরদৌস
অধ্যাপক,
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ
ঢাকা বিশ্ববিদ্যালয়

ড. প্রদীপ কুমার পাণ্ডে
অধ্যাপক,
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ
রাজশাহী বিশ্ববিদ্যালয়

শাওন্তী হায়দার  
সহযোগী অধ্যাপক  
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ     
ঢাকা বিশ্ববিদ্যালয়

মো. মামুন আ. কাইউম
সহকারী অধ্যাপক
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ 
রাজশাহী বিশ্ববিদ্যালয়

দেলোয়ার হোসেন
সহকারী অধ্যাপক 
যোগাযোগ ও সাংবাদিকতা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

শাতিল সিরাজ
সহযোগী অধ্যাপক
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ 
রাজশাহী বিশ্ববিদ্যালয়

মো: রাইসুল ইসলাম
সহকারী অধ্যাপক
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়

ইমরান হোসেন
সহকারী অধ্যাপক
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ
বরিশাল বিশ্ববিদ্যালয়

ফারজানা তাসনিম 
প্রভাষক
গণযোগাযোগ ও সাংবাদিকতা
খুলনা বিশ্ববিদ্যালয়

মোহাম্মদ রাশেদুল হাসান
জ্যেষ্ঠ প্রভাষক 
সাংবাদিকতা ও গণযোগাযোগ
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

সহিবুর রহমান 
প্রভাষক 
গণযোগাযোগ ও সাংবাদিকতা 
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর

রাকিব আহমেদ 
সহযোগী অধ্যাপক 
জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ 
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 

মেহনাজ হক
প্রভাষক
গণযোগাযোগ ও সাংবাদিকতা
জগন্নাথ বিশ্ববিদ্যালয়

মো.রুমান শিকদার
প্রভাষক
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়

মো. শরিফুল ইসলাম
সহকারী অধ্যাপক
গণযোগাযোগ ও সাংবাদিকতা
খুলনা বিশ্ববিদ্যালয়

সারা মনামী হোসেন
সহকারী অধ্যাপক
গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিন
খুলনা বিশ্ববিদ্যালয়

মাহদী-আল-মুহতাসিম
প্রভাষক
গণযোগাযোগ ও সাংবাদিকতা 
খুলনা বিশ্ববিদ্যালয়

মোঃ বেলাল হুসাইন 
সহকারী অধ্যাপক 
গণযোগাযোগ ও সাংবাদিকতা
কুমিল্লা বিশ্ববিদ্যালয় 

ড. আবদুল কাবিল খান
সহকারী অধ্যাপক
মিডিয়া স্ট্যাডিজ অ্যান্ড জার্নালিজম
ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ ( ইউল্যাব) 

নন্দিতা তাবাসসুম
জেষ্ঠ প্রভাষক
মিডিয়া স্টাডিজ এ্যান্ড জার্নালিজম
ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ

দিলশাদ হোসেন দোদুল 
জ্যেষ্ঠ প্রভাষক 
মিডিয়া স্টাডিজ এন্ড জার্নালিজম
ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস

মাহমুদুল হাসান 
প্রভাষক 
গণযোগাযোগ ও সাংবাদিকতা 
কুমিল্লা বিশ্ববিদ্যালয়

অর্ণব বিশ্বাস
প্রভাষক
গণযোগাযোগ ও সাংবাদিকতা 
কুমিল্লা বিশ্ববিদ্যালয়

মাহমুদা আক্তার কণা
প্রভাষক 
জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ 
সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটি 

শরীফা উম্মে শিরিনা
সহকারী অধ্যাপক ও চেয়ারপার্সন
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ
বরিশাল বিশ্ববিদ্যালয় 

মাধব দীপ
সহকারী অধ্যাপক
যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

সুমাইয়া শিফাত
সহকারি অধ্যাপক
জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ 
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 

শেখ আদনান ফাহাদ 
সহকারী অধ্যাপক 
সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগ 
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 

তানিয়া সুলতানা
সরকারি অধ্যাপক 
সাংবাদিকরা ও গণমাধ্যম অধ্যয়ন 
স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশ

রাজীব নন্দী
সহকারী অধ্যাপক 
যোগাযোগ ও সাংবাদিকতা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

শেখ আবু রাইহান সিদ্দিকী
প্রভাষক
গণযোগাযোগ ও সাংবাদিকতা 
জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা

সুদীপ্ত শর্মা 
সহকারী অধ্যাপক 
যোগাযোগ ও সাংবাদিকতা 
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

বারেক হোসেন 
প্রভাষক 
যোগাযোগ ও গণমাধ্যম শিক্ষা বিভাগ 
ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ (ইউডা)

মামুন অর রশিদ
সহকারী অধ্যাপক
গণযোগাযোগ ও সাংবাদিকতা
খুলনা বিশ্ববিদ্যালয়

কাজী মামুন হায়দার 
সহকারী অধ্যাপক
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ
রাজশাহী বিশ্ববিদ্যালয়

ড. মোজাম্মেল হোসেন বকুল (সাজ্জাদ বকুল)
সহযোগী অধ্যাপক
গণযোগাযোগ ও সাংবাদিকতা
রাজশাহী বিশ্ববিদ্যালয়

মো: উজ্জল তালুকদার
প্রভাষক
গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিন
খুলনা বিশ্ববিদ্যালয়

আ-আল মামুন 
সহযোগী অধ্যাপক 
গণযোগাযোগ ও সাংবাদিকতা 
রাজশাহী বিশ্ববিদ্যালয়। 

মোঃ সারোয়ার আহমাদ   
প্রভাষক
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ    
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর   

মো. মিঠুন মিয়া  
সহকারী অধ্যাপক  
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ    
জগন্নাথ বিশ্ববিদ্যালয়  

সেলিম রেজা নিউটন
সহযোগী অধ্যাপক
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ
রাজশাহী বিশ্ববিদ্যালয়

নাসরিন আক্তার 
সহকারী অধ্যাপক 
জার্নালিজম, ককমিউনিকেশন এন্ড মিডিয়া স্টাডিজ 
স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ 

মুহাম্মদ আনওয়ারুস সালাম
সহকারী অধ্যাপক
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়

মো. মশিহুর রহমান
প্রফেসর
গণযোগাযোগ ও সাংকাদিকতা বিভাগ
রাজশাহী বিশ্ববিদ্যালয়

তাহমিনা হক
সহকারী অধ্যাপক
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ
ঢাকা বিশ্ববিদ্যালয়

ফারজানা করিম
সহকারী অধ্যাপক
যোগাযোগ ও সাংবাদিকতা 
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

জাহেদ আরমান
ইন্সট্রাক্টর
স্কুল অব জার্নালিজম
সাউদার্ন ইলিনয় ইউনিভার্সিটি 

মোঃ রহমতুল্লাহ 
প্রভাষক 
গণযোগাযোগ ও সাংবাদিকতা 
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর 

গীতি আরা নাসরীন
অধ্যাপক
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ
ঢাকা বিশ্ববিদ্যালয়

আলি আহসান 
প্রভাষক
গণযোগাযোগ ও সাংবাদিকতা 
কুমিল্লা বিশ্ববিদ্যালয়

জাকিয়া জাহান মুক্তা
প্রভাষক
জার্নালিজম এন্ড মিডিয়া কমিউনিকেশন 
গ্রিন ইউনিভার্সিটি 

কাজলী সেহরীন ইসলাম
সহকারী অধ্যাপক
গণযোগাযোগ ও সাংবাদিকতা
ঢাকা বিশ্ববিদ্যালয় 

তপন মাহমুদ 
সহকারী অধ্যাপক 
সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগ
স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশ 

নাজিয়াত চৌধুরী
সহযোগী অধ্যাপক 
গণযোগাযোগ ও সাংবাদিকতা 
রাজশাহী বিশ্ববিদ্যালয় 

মোহাম্মদ খোর‌শেদ আলম
সহকা‌রি অধ্যা পক
গণ‌যোগা‌যোগ ও সাংবা‌দিকতা
ঢাকা বিশ্ব‌বিদ্যাালয়

নিশাত পারভেজ 
সহকারী অধ্যাপক 
জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 

মাহামুদুল হক
প্রভাষক
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ
বেগম রোকেয়া বিশ্ববিদ্যাব লয়, রংপুর

মোঃ সাঈদ আল-জামান
প্রভাষক
সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

ইব্রাহীম বিন হারুন 
সহকারী অধ্যাপক 
গণযোগাযোগ ও সাংবাদিকতা
জগন্নাথ বিশ্ববিদ্যালয় 

এ, কে, এম, জিয়াউর রহমান খান
সহকারী অধ্যাপক
যোগাযোগ ও সাংবাদিকতা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

রুবাইয়া জান্নাত
সহকারি অধ্যাপক
গণযোগাযোগ ও সাংবাদিকতা 
ঢাকা বিশ্ববিদ্যালয় 

জেনিনা ইসলাম আবির 
প্রভাষক
মিডিয়া এন্ড কমিউনিকেশন
ইনডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ।

ড. অলিউর রহমান
চেয়ারপার্সন
 জার্নালিজম অ্যান্ড মিডিয়া কমিউনিকেশন বিভাগ
গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ

ফাহমিদুল হক
অধ্যাপক
গণযোগাযোগ ও সাংবাদিকতা 
ঢাকা বিশ্ববিদ্যালয় 

অবন্তী মেহতাজ
সহকারী অধ্যাপক
গণযোগাযোগ ও সাংবাদিকতা
জগন্নাথ বিশ্ববিদ্যালয়

হাসান মাহমুদ ফয়সল
সহকারী অধ্যাপক (শিক্ষা ছুটিতে)
জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 

রেজাউল করিম
সহকারী অধ্যাপক
যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

মো. শামিম হোসেন 
প্রভাষক 
গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিন 
খুলনা বিশ্ববিদ্যাল

ফরহাদ উদ্দিন
প্রভাষক
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ
বরিশাল বিশ্ববিদ্যালয়

মনিরা বেগম 
সহকারী অধ্যাপক 
গণযোগাযোগ ও সাংবাদিকতা 
বরিশাল বিশ্ববিদ্যালয় 

শবনম জান্নাত
সহকারী অধ্যাপক
সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগ
স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশ

রাগীব রহমান
প্রভাষক
জার্নালিজম, কমিউনিকেশন এন্ড মিডিয়া স্টাডিজ
স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ

মোহাম্মদ মোশাররফ হোসেন
সহকারী অধ্যাপক
সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগ
স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশে

সাফায়াত হোসেন 
প্রভাষক 
গণযোগাযোগ ও সাংবাদিকতা 
খুলনা বিশ্ববিদ্যালয় 

বিউটি মন্ডল
প্রভাষক
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর

নওশীন জাহান ইতি
প্রভাষক 
জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ
স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশ

(দ্রষ্টব্য: দেশের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রাইভেট ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের মোট ৭৮ জন শিক্ষক গুগল ফর্মের মাধ্যমে ভার্চুয়ালি স্বাক্ষর প্রদান করেছেন)
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত