শনিবার   ১৫ নভেম্বর ২০২৫ || ১ অগ্রাহায়ণ ১৪৩২ || ২২ জমাদিউল আউয়াল ১৪৪৭

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ভার্চুয়াল আদালতে ১ লাখ ৩৬ হাজার আবেদনের নিষ্পত্তি

১৪:২০, ২৬ জুলাই ২০২০

আপডেট: ২০:৫৫, ১১ আগস্ট ২০২০

ভার্চুয়াল আদালতে ১ লাখ ৩৬ হাজার আবেদনের নিষ্পত্তি

সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুসারে সারাদেশের সব অধস্তন ভার্চুয়াল আদালতে ৫০ কার্য দিবসে ১ লাখ ৩৬ হাজার ৩৯৯ টি আবেদনের নিষ্পত্তি করা হয়েছে। এ সময় ৬৭ হাজার ২২৯ জনের জামিন মঞ্জুর হয়েছে। রোববার (২৬ জুলাই)  সুপ্রিমকোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
 
বিজ্ঞপ্তিতে  বলা হয়, গত ১১ মে থেকে সারাদেশে ভার্চুয়াল আদালতের কার্যক্রম শুরুর পর থেকে ২৩ জুলাই পর্যন্ত মোট ৫০ কার্য দিবসের হিসেব এটি। জামিনপ্রাপ্তদের মধ্যে ৭৫৫ শিশুরও রয়েছে। আর অভিভাবকের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে ৭৪৬ শিশুকে।

গত ১৯ জুলাই থেকে ২৩ জুলাই পর্যন্ত সারাদেশের অধস্তন আদালতে ৪ হাজার ৩১০টি মামলায় আত্মসমর্পন আবেদন নিষ্পত্তি হয়েছে। যাতে মোট ১১ হাজার ৭৯৬জনের জামিন মঞ্জুর করা হয়েছে। আর ৯৩৮ অভিযুক্তকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সাইফুর রহমান।  

গত ১০ মে নিম্ন আদালতের ভার্চুয়াল কোর্টে শুধু জামিন শুনানি করতে নির্দেশ দেন সুপ্রিম কোর্ট প্রশাসন।

এরপর থেকে পর্যায়ক্রমে হাইকোর্ট বিভাগ, আপিল বিভাগের চেম্বার আদালত এবং আপিল বিভাগে ভার্চুয়ালি মামলা শুনানি শুরু হয়।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত