জেনারেল ইলেক্ট্রিক’র সামগ্রীতে বাংলাদেশে নতুন বিদ্যুতকেন্দ্র
বিদ্যুত সরবরাহ হবে ৮৫০,০০০ বাড়িতে
জেনারেল ইলেক্ট্রিক’র সামগ্রীতে বাংলাদেশে নতুন বিদ্যুতকেন্দ্র
বিদ্যুত সরবরাহ হবে ৮৫০,০০০ বাড়িতে
![]() |
দেশে নতুন একটি বিদ্যুতকেন্দ্র হচ্ছে, যার নির্মাণ সামগ্রী দেবে যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানি জেনারেল ইলেক্ট্রিক। আর এই কেন্দ্র যে বিদ্যুত উতপাদন করবে তাতে আলোকিত করে তোলা যাবে দেশের ৮ লাখ ৫০ হাজার বাড়ি।
কাজটি বাস্তবায়ন করছে ভারতীয় কোম্পানি রিলায়ান্স পাওয়ার ও জাপানভিত্তিক কোম্পানি জেইআরএ। ৬৪২ মিলিয়ন ডলার ব্যাংক ঋণ নিয়ে এই প্রকল্প হাতে নিয়েছে তারা। যেটি হতে চলেছে প্রাকৃতিক গ্যাসভিত্তিক ৭৪৫ মেগাওয়াট সক্ষমতার থারমাল পাওয়ার প্ল্যান্ট। আর সেটি বসছে রাজধানী ঢাকার কাছেই।
বিদ্যুত ও জ্বালানি বিষয়ক আন্তর্জাতিক প্রকাশনা এনএস-এনার্জি এ সংক্রান্ত একটি খবর প্রকাশ করে জানিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক, জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কোঅপরেশন (জেবিআইসি), নিপ্পন এক্সপোর্ট অ্যান্ড ইনভেস্টমেন্ট ইনস্যুরেন্স (নেক্সি), মিজুহু ব্যাংক, সুমিতোমো মিতসুই ব্যাংকিং, এমইউএফজি ব্যাংক ও সোসিয়েট জেনারেল যৌথভাবে এই ঋণ তহবিল দিয়েছে।
নারায়ণগঞ্জের মেঘনাঘাটের কাছে বিদ্যুতকেন্দ্রটি স্থাপিত হবে। যার নিট উতপাদন হবে দিনে ৭১৮ মেগাওয়াট বিদ্যুত।
রিলায়ান্স পাওয়ার ও জেইআরএ যৌথভাবে এটি স্থাপন করছে যার মালিকানা থাকছে যথাক্রমে ৫১% ও ৪৯%। এরই মধ্যে স্যামসাং সিঅ্যান্ডটিকে এই প্রকল্পের প্রকৌশল সহায়ক কোম্পানি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া ক্রয় ও নির্মাণ কাজও করবে এই কোম্পানি।
রিলায়ান্স পাওয়ার’র চেয়ারম্যান অনিল আম্বানিকে উদ্ধৃত করে খবরটিতে বলা হয়েছে, বাংলাদেশে এতবড় একটি যৌথ তহবিলের প্রকল্প হাতে নেওয়া ও তার বাস্তবায়ন নিয়ে তারা উতফুল্ল। এটিকে ল্যান্ডমার্ক প্রকল্প বলেও উল্লেখ করেন ভারতীয় এই উদ্যোক্তা। যৌথ তহবিলে এটিই বাংলাদেশে সবচেয়ে বড় বিদ্যুত প্রকল্প, বলেন তিনি।
কেন্দ্রটি থেকে উতপাদিত বিদ্যুত দীর্ঘমেয়াদী বিদ্যুত ক্রয় চুক্তির আওতায় বাংলাদেশ বিদ্যুত উন্নয়ন বোর্ড (বিপিডিবি)’র কাছে বিক্রি করা হবে। প্রকল্পের বাণিজ্যিক অপারেশন শুরুর পর থেকে ২২ বছর থাকবে এই চুক্তির মেয়াদ।
২০২২ সালে কেন্দ্রটি উতপাদনে যাবে বলে ধারণা করা হচ্ছে।
এরই মধ্যে এই কেন্দ্রে জ্বালানি সরবরাহের চুক্তিও সম্পন্ন হয়েছে। তিতাস গ্যাসের সঙ্গে করা চুক্তি অনুযায়ী আগামী ২২ বছর এই কেন্দ্র গ্যাস সরবরাহ নিশ্চিত করা হবে।
জেরা’র প্রেসিডেন্ট সাতোষী ওনোডাকেও উদ্ধৃত করা হয়েছে খবরটিতে। তিনি বলেছেন, বাংলাদেশে অর্থনীতির ক্রম বিকাশের ধারায় বিদ্যুতের চাহিদা বাড়তেই থাকবে। সেখানে বিদ্যুত সরবরাহে অবদান রাখবে এই প্রকল্প।
প্রকল্পর টারবাইন ও জেনারেটর সরবরাহের জন্য নির্বাচন করা হয়েছে বিশ্বখ্যাত কোম্পানি জেনারেল ইলেক্ট্রিক (জিই)কে। জিই ৯এফ গ্যাস টারবাইন, একটি জিই ডি১১ স্টিম টারবাইন ও তিনটি এইচ৫৩ জেনারেটর সরবরাহ করবে এই যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক কোম্পানিটি।
তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ব্যবহার করবে এই বিদ্যুত কেন্দ্র।
জেনারেল ইলেক্ট্রিকের দক্ষিণ এশিয় অফিসের সিইও দিপেশ নন্দার সঙ্গেও কথা বলেছে এনএস এনার্জি। তিনি বলেছেন, বাংলাদেশে এই বড় মাপের বিদ্যুত প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় উতপাদন সামগ্রী সরবরাহে পুরোপুরি প্রস্তুত রয়েছে জিই।
প্রকল্পটি বাস্তবায়ন হলে এটি বিশ্বেই সাশ্রয়ী জ্বালানি ও নির্ভরযোগ্য পরিচালন ব্যবস্থার মধ্য দিয়ে বিশ্বে দৃষ্টান্ত স্থাপন করবে, দাবি এই সিইও’র।
এই কেন্দ্র থেকে উতপাদিত বিদ্যুত বাংলাদেশে ঘরে ঘরে বিদ্যুত পৌঁছে দেওয়ার লক্ষ্য পূরণে সহায়ক হবে বলে দাবি করা হচ্ছে।
আরও পড়ুন
- ঋণখেলাপীর মিথ্যা মামলায় ডিএমডিকে হয়রানি, এবি ব্যাংকের প্রতিবাদ
- পাইলট ক্যাপ্টেন নওশাদ কাইয়ুম ক্লিনিক্যালি ডেড, লাইফসাপোর্ট খোলার সিদ্ধান্ত
- সরকার ই-কমার্স ফ্রেন্ডলি, এখনই ২০০০ কোটি টাকার মার্কেট এক্সপ্লোর করা সম্ভব
- জাতিসংঘ ৭৭-তম অধিবেশনে যোগ দিচ্ছেন শেখ হাসিনা, কি থাকছে?
- আরজে কিবরিয়ার অনুষ্ঠানে এসে ২৫ বছর পর বাবা-মাকে খুঁজে পেলেন মেয়ে
- বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মদিন আজ
- ঢাকায় বসবে ২৫৮কি.মি. পাতাল রেল, কোথা থেকে কোথায়?
- করোনা পরীক্ষায় প্রতারণাকে নির্মম বাণিজ্য বললেন ওবায়দুল কাদের
- মেট্রোরেলের আদ্যোপান্ত, ডেডলাইন জয়ে ছুটছে কর্তৃপক্ষ
- বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস
`বঙ্গবন্ধু ফিরে এলে তোমার স্বপ্নের স্বাধীন বাংলায়`
















