রোববার   ০৮ ডিসেম্বর ২০২৪ || ২৪ অগ্রাহায়ণ ১৪৩১ || ০৪ জমাদিউস সানি ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

অপপ্রচার রুখতে মেটার সহযোগিতা চাইলেন ড. ইউনূস

অপরাজেয় বাংলা ডেস্ক

২১:৫২, ৮ ডিসেম্বর ২০২৪

৮৫

অপপ্রচার রুখতে মেটার সহযোগিতা চাইলেন ড. ইউনূস

বাংলাদেশবিরোধী বিভ্রান্তিমূলক প্রচারণা রোধে ফেসবুকের মূল সংস্থা মেটার সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রোববার (৮ ডিসেম্বর) ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মেটার মানবাধিকার নীতি বিষয়ক পরিচালক মিরান্ডা সিসন্সের সঙ্গে সাক্ষাৎকালে এবং ফেসবুক পেজে তিনি এ কথা জানান।  

ড. ইউনূস বলেন, "একটি ব্যাপক বিভ্রান্তিমূলক প্রচারণা চলছে, এবং আমরা এর ভুক্তভোগী।" তিনি মেটাকে বাংলাদেশবিরোধী অপপ্রচারের বিরুদ্ধে পদক্ষেপ নিতে আহ্বান জানান।  

জবাবে মেটার পরিচালক মিরান্ডা সিসন্স জানান, তাদের প্ল্যাটফর্ম ব্যবহার করে বিভ্রান্তি ছড়ানোর বিষয়টি রোধে মেটা সবসময় সতর্ক।  

বৈঠকে ড. ইউনূস প্রযুক্তিকে তরুণ উদ্যোক্তাদের জন্য আরও ব্যবহারকারী-বান্ধব করার প্রয়োজনীয়তা তুলে ধরেন। তিনি বলেন, "প্রযুক্তি ঘটনা ঘটানোর একটি হাতিয়ার। কিন্তু এটি আমরা কী করতে চাই, তা নির্ধারণ করে না। সুতরাং, এটিকে নিখুঁত করতে পুনরায় ইঞ্জিনিয়ারিং প্রয়োজন।"  

তিনি ফেসবুকের সম্ভাবনা নিয়ে বলেন, "তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে ফেসবুক একটি কার্যকর মাধ্যম হতে পারে।"  

প্রধান উপদেষ্টা জানান, বাংলাদেশের তরুণ জনগোষ্ঠীর স্বার্থে সরকার ফেসবুকের সঙ্গে সহযোগিতায় যুক্ত থাকবে।  

বৈঠকে আরও উপস্থিত ছিলেন এসডিজি বিষয়ক প্রধান সমন্বয়ক লামিয়া মোর্শেদ, প্রধান উপদেষ্টার ব্যক্তিগত সচিব সজীব এম খায়রুল ইসলাম, মেটার পাবলিক পলিসির প্রধান রুজান সারোয়ার, অ্যাসোসিয়েট জেনারেল কাউন্সেল নয়নতারা নারায়ণ এবং এশিয়া-প্যাসিফিক অঞ্চলের মিসইনফরমেশন নীতি বিষয়ক প্রধান অ্যালিস বুদিসাত্রিজো।  

এই বৈঠকে তরুণ জনগোষ্ঠীর উন্নয়ন এবং বিভ্রান্তিমূলক তথ্যের বিরুদ্ধে সমন্বিত উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তার বিষয়টি গুরুত্ব পায়।  

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত