বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪ || ১৪ চৈত্র ১৪৩০ || ১৬ রমজান ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত মারা গেছেন

স্টাফ করেসপন্ডেন্ট

০১:২৮, ৩০ এপ্রিল ২০২২

আপডেট: ০১:৫০, ৩০ এপ্রিল ২০২২

১০৮৮

সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত মারা গেছেন

সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত মারা গেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহ রাজিউন)। রাত ১২টা ৫৬ মিনিটে ইউনাইটেড হাসপাতালে মারা যান। তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ১০টায় গুলশান আজাদ মসজিদে প্রথম জানাজা, সকাল সাড়ে ১১টায় সংসদ প্লাজায় দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।

এরপর দুপুর ১২টায় তাঁর মরদেহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য শহিদ মিনারে নেয়া হবে।

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন শেষে দাফনের জন্য তাঁর মরদেহ সিলেটে নেওয়া হবে।

আবুল মাল আবদুল মুহিত মুহিত ১৯৩৪ সালের ২৫ জানুয়ারি সিলেটে জন্মগ্রহণ করেন। তার মা সৈয়দা শাহার বানু চৌধুরী ও বাবা আবু আহমদ আবদুল হাফিজ। মা-বাবা দুইজনই তৎকালীন সিলেট জেলার রাজনীতিতে সক্রিয় ছিলেন। ১৪ ভাইবোনের মধ্যে তার অবস্থান তৃতীয়। পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন তার ছোট ভাই।

তিনি ২০০৯ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত